বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। বিয়েটা গত বছরে করলেও রিসেপশন ও অন্যান্য বিবাহ পরবর্তী অনুষ্ঠান মিটতে নতুন বছর শুরু হয়ে যায়। এরই মাঝে সুইজারল্যান্ড গিয়ে পিএইচডির রেজিস্ট্রেশন করে এসেছেন মিথিলা। সঙ্গে ছিলেন স্বামী সৃজিতও।
মাত্র কিছুদিনই স্বামীকে কাছে পেয়েছিলেন মিথিলা। এই মুহূর্তে সৃজিত নিজের ছবির কাজে রয়েছেন আফ্রিকাতে। অপরদিকে নিজের দেশে ফিরে আপাতত কাজে মন দিয়েছেন মিথিলা। এরই মধ্যে এল খারাপ খবর। সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে আসার সমস্ত ভিসা বাতিল করার কথা ঘোষনা করা হয়েছে। এই কারনেই মিথিলার মন একেবারে খারাপ। সৃজিতের সঙ্গে দেখা করতে ভারতে আসতে পারছেন না তিনি। তাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই দুঃখের বহিঃপ্রকাশ করেছেন মিথিলা।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মিথিলা লিখেছেন, দীর্ঘদিন পর নানা বাধা বিপত্তি কাটিয়ে যখন সৃজিতের সঙ্গে তাঁর মিলিত হওয়ার কথা তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। এরপর মনের দুঃখে ভীর জারা ছবির একটি গানের কিছু লাইনও তুলে ধরেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, ভারতের নাগরিকত্ব তিনি নেবেন কিনা? উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, এসব অনেক জটিল ব্যাপার। তাই আপাতত ঠিকঠাক ভিসা পেলেই তাঁর চলবে।
প্রসঙ্গত, মিথিলার এই পোস্টে মন্তব্য করেছেন নেটিজেনরাও। কেউ কেউ দুঃখপ্রকাশ করেছেন মিথিলার জন্য। আবার অনেকে বলেছেন, তিনি না যেতে পারলেও সৃজিত এখানে চলে আসবেন।