১০৫ পজেটিভ রোগীর মৃত্যু পশ্চিমবঙ্গে, ৩৩ জনের মৃত্যু হয়েছে করোনায়, বাকি ৭২ জন অন্য কারণেঃ রাজীব সিনহা

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West Bengal) করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্য সচিব রাজীব সিনহা (Rajib Sinha) বলেন, রাজ্য আরও ১১ জনের মৃত্যু হয়েছে করোনার এখন মোট মৃতের সংখ্যা ৩৩। উনি আরও জানান, রাজ্যে মোট ১০৫টি মৃত্যুর কেস ডেথ কমিটি অডিট করেন। ওই ১০৫ জনের মধ্যে করোনা ভাইরাস ছিল। কিন্তু এদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। আর বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে।

corona india 1

   

রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৭। এছাড়াও করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৭২।  কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর থেকে প্রায় ৮০ শতাংশ পজেটিভ মামলা সামনে এসেছে বলে জানান তিনি। রাজীব সিনহা জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

উনি জানান, এখনো পর্যন্ত রাজ্যে মোট ১৬ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলার মোট ১৪ টি ল্যাবে করোনার পরীক্ষা হচ্ছে বলে জানান তিনি। উনি জানান, রাজ্যের দুজন চিকিৎসক মারা গেছেন করোনার চিকিৎসা করতে করতে, তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

পাশাপাশি তিনি এও জানান যে, রাজ্যের মোট ১ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। উনি এও জানিয়ে দেন যে, কেন্দ্রীয় ঘোষিত করোনার বীমার সাথে রাজ্যের কোন সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী আগেই ১০ লক্ষ টাকা ঘোষণা করেছিলেন, সেই হিসেবেই কাজ করছি আমরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর