করোনার থাবায় মৃত্যু হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর, আক্রান্ত নিজেও

বাংলাহান্ট ডেস্কঃ দ্রুতগতিতে করোনা (corona) সংক্রমণ রুখতে নতুন করে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য় সরকারগুলি। কিন্তু কিছুতেই আটকানো যাচ্ছে না এই মারণ ভাইরাসের থাবা। এবার করোনা থাবা বসাল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষের (Pallab kanti Ghosh) পরিবারেও। পল্লব বাবুর স্ত্রী এই মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন পল্লব বাবুর স্ত্রী। এমনকী অসুস্থতা বোধ করছিলেন পল্লব বাবু নিজেও। নিউটাউনের আকাঙ্খা মোড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন প্রাক্তন গোয়েন্দা প্রধান ও তাঁর স্ত্রী-ছেলে।

c0481846 wuhan novel coronavirus illustration spl 1

তাঁদের প্রত্যেকেরই করোনা টেস্ট করা হয়। শনিবার রিপোর্ট আসলে দেখা যায়, করোনায় আক্রান্ত পল্লব বাবু নিজে ও তাঁর স্ত্রী। রিপোর্ট নেগেটিভ তাঁদের ছেলের।

কিন্তু রিপোর্ট আসার পর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে পল্লব বাবুর স্ত্রীর। শুরু হয় শ্বাসকষ্ট। শেষরক্ষা হয়নি আর। মৃত্যু হয় তাঁর। পল্লববাবুও অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

lo 16


সম্পর্কিত খবর