বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস মূলত ব্যক্তি থেকে ব্যক্তি ছড়িয়ে পড়ে । খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে না। সুতরাং আমিষ বা ডিম খাওয়ার ফলে করোনা ভাইরাস সংক্রমিত হয় না। জানিয়েছেন এআইএমএস দিল্লির ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া। পাশাপাশি তিনি বলেছেন, “স্বাস্থ্যসেবার সাধারণ সতর্কতা হিসাবে, সমস্ত ধরণের মাংস ভালভাবে ধুয়ে এবং সঠিকভাবে রান্না করা উচিত,”
যে কোনও করোনভাইরাস-আক্রান্ত ব্যক্তি যদি আবাসনে বাস করেন তবে সমাজে বসবাসকারী অন্যান্য সদস্যরা যতক্ষণ না আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসছেন ততক্ষণ তারা ক্ষতিগ্রস্থ হবেন না। করোনা সম্পর্কে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়ে তিনি বলেছেন, লবঙ্গ (ল্যাং) এবং অন্যান্য ওষধিগুলি খাওয়া যেমন করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কোনও গ্যারান্টি দেয় না।তেমনি অ্যালকোহল গ্রহণ করোনো ভাইরাসকে ছড়িয়ে দিতে পারে না।
এআইআইএমএস পরিচালক করোনার সংক্রমণ এড়াতে লোকদের হাত ভালভাবে এবং ঘন ঘন সাবান দিয়ে ধুয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। সাবান না থাকলে স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন, বলে জানিয়েছেন তিনি।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া হয়েছে। এমনকি দেশের অনেক স্কুল, অফিস, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ১০৮ ছাড়িয়েছে। মারা গিয়েছেন ২ জন।