বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে। কিন্তু ভারতের (India) অর্থনৈতিক ব্যবস্থায় যাতে এর প্রভাব না পড়ে সেই জন্য ভারত সরকার উঠে পড়ে লেগেছে।
করোনা ভাইরাসের জন্য অর্থনৈতিক বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাঁর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইণ্ডিয়া ১৪ হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করবে বলেছে। ডলার রুপিয়া শোয়াইপ উইন্ডোর মাধ্যমে বাজারে আনবে এই টাকা। করোনার জন্য শেয়ার বাজারে ক্রমশই ধস দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে RBI এর তরফ থেকে জানানো হয়েছে, ‘এই টাকাটা বর্তমানে ভারতের অর্থনৈতিক বাজারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ১৬ ই মার্চ ২০২০ থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে’।
RBI এর কাছে বর্তমানে প্রচুর ডলার রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৬ ই মার্চ ৪৮৭.২৪ আরব ডলার মজুত ছিল। এই পরিস্থিতিতে বাজারকে সাহায্য করবার জন্য তাঁরা পুরোপুরি তৈরি। এই মারণ রোগের ফলে বিভিন দেশের অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে চীন (China)। ব্যবসায়িক দিক থেকে চীনের আমদানি রপ্তানি অনেক কমে গেছে। এমনকি আমেরিকাও এর প্রভাব পড়েছে।
ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই রোগ। কেন্দ্র সরকারও এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে।এই মারণ রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য বিদেশের ভিসা বাতিল করে দেয় কেন্দ্র সরকার। বর্তমানে দিল্লীতে (Delhi) আগামী ৩১ শে মার্চ অবধি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার।