টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে আসরে নেমে পড়ল করোনা মুক্ত এই দেশ।

সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসত। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকদিন আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এডিংস এই অনিশ্চিতয়া আরও বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ভাবনা অবাস্তব।

বিশ্বের অনেক দেশের মতোই এখনো পর্যন্ত করোনা ভাইরাস পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আসেনি অস্ট্রেলিয়ায়। আর এমন পরিস্থিতিতে 16 দল নিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যে কার্যত অসম্ভব সেটাই বুঝিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন প্রকার সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

1108543076734862ac2e6907c705e501cb4c55bc99f5e7859e8b174a44b9f2f5fa0580155

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এমন বক্তব্যের পরেই নড়েচড়ে বসেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই নিউজিল্যান্ডে ক্রীড়ামন্ত্রী গ্র্যান্ট রবার্টসন জানিয়েছেন করোনা ভাইরাসের কারনে অস্ট্রেলিয়ায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হয় তাহলে অস্ট্রেলিয়ার পরিবর্তন হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ করতে রাজি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই নিউজিল্যান্ড সরকার সেই দেশকে পুরোপুরি করোনা মুক্ত হিসাবে ঘোষণা করেছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর