করোনা মুক্ত দীপক চাহার, করোনা জয় করে চেন্নাই শিবিরে ফিরলেন চাহার

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে চেন্নাই সুপার কিংস এর দুই ক্রিকেটার সহ মোট 13 জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চেন্নাই সুপার কিংস এর ফাস্ট বোলার দীপক চাহারও। অবশেষে স্বস্তি মিলল, করোনাকে জয় করে মাঠে ফিরলেন দীপক চাহার। সেইসঙ্গে আইপিএল শুরু হওয়ার আগে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা অনেকটাই কেটে গেল। সম্ভবত মনে করা হচ্ছে আগামী 19 শে সেপ্টম্বর আইপিএল শুরু হওয়ার প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেন দীপক চাহার।

শুধু দীপক চাহার একাই নন সেইসাথে চেন্নাই সুপার কিংস দলের যে 11 জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন তারা সকলেই করোনা মুক্ত হয়েছেন। এর ফলে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস দলে অনেকটা স্বস্থি ফিরলো। তবে এখনো পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে রয়েছেন চেন্নাইয়ের ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড।

https://twitter.com/ChennaiIPL/status/1303734922688040963?s=20

বিসিসিআইয়ের করোনা প্রটোকল অনুযায়ী যদি কোন ক্রিকেটার কিংবা ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তি করোনা আক্রান্ত হন তাহলে তাকে প্রথমে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন পর্ব শেষ হলে তারপর তাকে পর পর দু’বার করোনা পরীক্ষা করাতে হবে। সেই করানো পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই তাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। এক্ষেত্রে চাহারের দুটি করোনা পরীক্ষার ফলাফলই নেগেটিভ এসেছে। সেই সাথে চেন্নাই সুপার কিংস এর যে 11 জন করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের সকলের করোনার ফলাফল নেগেটিভ এসেছে। ইতিমধ্যেই দলের সঙ্গে হোটেলে যোগদান করেছেন দীপক চাহার। এছাড়াও গতকাল অর্থাৎ বুধবার চেন্নাই সুপার কিংস দলের অনুশীলনেও মাঠে হাজির ছিলেন দীপক চাহার। মনে করা হচ্ছে তিনি দ্রুত চেন্নাইয়ের অনুশীলনে যোগ দেবেন এবং আগামী 19 শে সেপ্টেম্বরই তিনি মাঠে নামতে পারবেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর