করোনা হটস্পটে নিয়ম অমান্য করেই বিয়ে, ৫০ হাজার টাকা জরিমানা, হাজতে পাত্রের বাবা ও ভাই

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার (corona virus) জেরে সারা পৃথিবী তোলপাড়। আর এই সংক্রমণ ঠেকানোর জন্য দেশজুড়ে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্য সরকারের (State Government) করোনা গাইডলাইন অনুযায়ী সর্বাধিক ৫০ জন কোনও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম মেনে, মাস্ক পরে অনুষ্ঠানে যোগ দিতে পারা যাবে। কিন্তু সেসব উপেক্ষা করে বিয়ের আয়োজন করেছিলেন ওড়িশার বেরহামপুরের এক পরিবার।

জানা গিয়েছে, এসব বিধিনিষেধ তোয়াক্কা না করেই ওড়িশার গঞ্জাম জেলায় ধুমধাম করে বরযাত্রী নিয়ে শোভাযাত্রা বের হয়। খবর পেয়েই আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। কারণ ওড়িশার গঞ্জাম জেলা করোনা হটস্পট বলে চিহ্নিত।

jk 6

আর সেই রকম এলাকাতেও নিয়মকানুন ভেঙে নাচতে নাচতে বিয়ে করতে গেলেন বর। সঙ্গে বরযাত্রী। এই অভিযোগে গঞ্জাম জেলা প্রশাসন বরের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গ্রেফতার করা হয়েছে বরের বাবা ও ভাইকে। শুধু বর নয়, কনের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।

ওডিশার গঞ্জাম জেলা এখন করোনার হটস্পট। আর সেখানেই সব নিয়মকানুন শিকেয় তুলে হবু বর নাচতে নাচতে যান বিয়ে করতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটিতে দেখা যায় বর ও তাঁর আত্মীয়রা দূরত্ববিধি বেমালুম ভুলে গিয়ে মাস্ক না পরেই নাচতে নাচতে চলেছেন বরযাত্রী নিয়ে। অনেকে হাতও ধরে রয়েছেন।

গঞ্জামের জেলা শাসক জনিয়েছেন, ওই বিয়েতে যাঁরা হুল্লোড় করতে করতে যান তাঁদের সকলকে ইনস্টিটিউশনাল কোয়ারানটাইনে পাঠানো হবে। চলতি মাসের ২ তারিখে গোপালপুর অন সি-র একটি হোটেলে এক বিখ্যাত হোটেল মালিকের ছেলের বিয়ে ছিল। এ জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র নেওয়া হয়। কিন্তু নিয়ম লঙ্ঘনের জেরে হোটেলটি ৭ দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে।

ডিআইজি (সেন্ট্রাল জোন) সত্যব্রত ভোই বলেন, গত ২ জুলাই গোপালপুরে একটি হোটেল চত্বরে ওই বিয়ের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক থাকলেও, সেখানে তার কোনও বালাই ছিল না। কোভিড-১৯ বিধিনিষেধ না মানায় থানায় একটি মামলা করা হয়।


সম্পর্কিত খবর