করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের মৃতের পরিবার পাবে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গুজরাটের আহমেদাবাদে পর এবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়ারা (Vijayawada) শহরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকান্ড। করোনা সেন্টার রুপে ব্যবহার করা একটি হোটেলে আচমকাই লেগে যায় আগুন। জানা গিয়েছে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭ জন এবং উদ্ধার করা হয়েছে ৩০ জনকে।

দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, ওই হোটেলে চিকিৎসাধীন ছিলেন ২২ করোনা রোগী। সেইসঙ্গে কর্মচারী মিলিয়ে হোটেলে প্রায় ৫০ জন ছিলেন। আগুন লাগার সাথে সাথেই পুরোপুরি ঝলসে যায় অনেকেই।

দেওয়া হবে ক্ষতিপূরণ
এই অগ্নিকাণ্ডের ফলে মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, যেসকল ব্যক্তিরা এই অগ্নিকান্ডে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন, ভোর পাঁচটায় এই আগুন লেগে যায় করোনা চিকিতসারত হোটেলে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট শার্কিট থেকেই এই আগুন লেগেছে।

সম্পর্কিত খবর

X