টলিউডে করোনা হানা, মারণ ভাইরাসে আক্রান্ত কোয়েল মল্লিক সহ গোটা পরিবার

বাংলাহান্ট ডেস্ক: এবার খাস টলিউডে (tollywood) হানা দিল মারণ ভাইরাস করোনা (corona)। জানা গিয়েছে, মল্লিক পরিবারের অন্দর মহলে ঘটেছে করোনা সংক্রমণ। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক (ranjit mallick) সহ গোটা পরিবার আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বাপের বাড়িতেই রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিকও (koel mallick)। শোনা যাচ্ছে করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও।
সূত্র মারফত খবর, বিগত দু সপ্তাহ ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিল গোটা মল্লিক পরিবার। দেখা দিয়েছিল করোনার উপসর্গ। গত পরশু নেওয়া হয় মল্লিক পরিবারের সদস‍্যদের লালারসের নমুনা। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ও দীপা মল্লিকের লালারসের নমুনা নেওয়া হয়েছিল। আজ সেই রিপোর্ট এসেছে। জানা গিয়েছে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে পরিবারের সকলেরই।

e2b1110bb06b4c8d00071eb65941f706
বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতেই এসে রয়েছেন কোয়েল মল্লিক। শোনা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। পুলিস প্রশাসন ও স্বাস্থ‍্য ভবনের তরফে মল্লিক পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। কিন্তু তাঁরা কেউই ফোন ধরছেন না বলে খবর।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই খুশির খবর আসে কোয়েল (koel mallick) ও নিসপাল রানের (nispal singh rane) পরিবারে। ৫ মে মা হন কোয়েল মল্লিক। নবজাতককে কোলে নিয়ে ছবিও শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়।
সেই সময় করোনা পরিস্থিতির কারনে অভিনেত্রীর কথা ভেবে চিন্তিত ছিলেন পরিবারের সদ‍স‍্যরা। কিন্তু চিকিৎসকরা জানান মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। তবে করোনা সংক্রমণের ভয়ে কোয়েলের কাছে নিসপাল ছাড়া আর কাউকেই যেতে দেওয়া হয়নি সেই সময়।

Niranjana Nag

সম্পর্কিত খবর