কলকাতায় ফের করোনার দাপাদাপি! প্রভাব পড়বে উপনির্বাচনে? চিন্তায় সবাই

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে ফের বাড়তে শুরু করেছে করোনা (covid-19) সংক্রমণ। প্রথম, দ্বিতীয় ঢেউ পেরিয়ে এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় দিন গুনছে রাজ্যবাসী। ইতিমধ্যেই রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ বেড়ে দাঁড়াল ৭০০-র ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১১ জনের।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, টানা ৫ দিন ধরে কলকাতায় করোনা সংক্রমণের সংখ্যা ৩ অংকের গন্ডি ছুঁয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। সংক্রমিত মানুষের সংখ্যা ১২৮ জন এবং মারা গিয়েছেন ১ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনার স্থান, সংক্রমিত হয়েছেন ১১৯ জন এবং করোনা মৃতের সংখ্যা ৩ জন।

দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম, ৫৪ জন এবং হুগলিতে এই সংখ্যা ৫৩ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। তবে সুস্থতার হার বাড়লেও, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২৩ জন।

সংক্রমণের পাশাপাশি চলছে দ্রুত গতিতে ভ্যাকসিনেশনও। রবিবার ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ৩ লক্ষ ৯৯ হাজার ৯৮৪ জনকে। তবে এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লক্ষ ৫৩ হাজার ৯৯৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়ছেন ১ লক্ষ ৪৫ হাজার ৯৮৮ জন।

করোনার তৃতীয় ঢেউ প্রভাব বিস্তার করার পূর্বেই গণটিকাকরণের উপর জোর দিয়েছে সরকার। সেই কারণে দ্রুতগতিতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া করা হচ্ছে। আবার সামনেই আসছে উপনির্বাচন এবং তারপর রয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সেইসময় আবারও সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত খবর

X