সংক্রমণের তালিকায় শীর্ষে কলকাতা, ওমিক্রনের আতঙ্ক বেড়েই চলেছে তিলোত্তমায়

বাংলাহান্ট ডেস্কঃ দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা (covid-19) সংক্রমণ। প্রথম, দ্বিতীয় পেরিয়ে এবার তৃতীয় ঢেউয়ের দিকে এগোচ্ছে সংক্রমণের মাত্রা। বড়দিন, বর্ষশেষ এবং বর্ষবরণের উৎসবের আমেজেই সংক্রমণ এই পরিমাণে বেড়ে গিয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। তবে এই মুহূর্তে রিপোর্ট বলছে, সংক্রমণ ছড়ানোর তালিকায় সর্বপ্রথম নাম রয়েছে কলকাতার (kolkata)।

রাজ্যের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক বুলেটিন অনুযায়ী, কলকাতার পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২৩ শতাংশ। আর রিপোর্ট বলছে, দেশের অন্য কোন শহরে এই পরিমাণে সংক্রমণের খোঁজ নেই। অর্থাৎ করোনা পজিটিভিটি হারের তালিকায় শীর্ষে রয়েছে তিলোত্তমা। সর্বাধিক হারে কলকাতাই করোনা ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই জারি করা হয়েছে বেশকিছু বিধিনিষেধও।

unnamed 89

রিপোর্ট বলছে, বুধবার দৈনিক সংক্রমণের গন্ডি ১৪ হাজার পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৭০ জন। সুস্থতার ৯৬.৮৫ এবং মৃত্যুর হার ১.১৮ শতাংশ। বর্তমান সময়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩ হাজার ৪২ জন। রাজ্যে বুধবার করোনা পজিটিভিটি রেট ২৩ শতাংশ হলেও মঙ্গলবার তা ছিল ১৮.৯৬ শতাংশ।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, শেষ ৮ দিনেই সংক্রমণ বেড়েছে ৬.৩ গুণ। বাংলার পাশাপাশি মহারাষ্ট্র, দিল্লী, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাটেও বাড়ছে সংক্রমণের মাত্রা। দিল্লীতে পজিটিভিটি রেট রয়েছে ৫.০৩ শতাংশ। ৮ দিনেই বেড়েছে ৯ গুণ। সপ্তাহান্তে জারি করা হয়েছে কার্ফুও। লাগাতার এইভাবে সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকেও নানা বিধি নিষেধ জারি করা হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর