করোনার পরিসংখ্যান নিয়ে জলঘোলা করছে চিন! বিশ্বজুড়ে ফের শুরু আতঙ্ক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আবারও করোনা ভারত সহ সমগ্র বিশ্বের আতঙ্ক বৃদ্ধি করছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গতবারের মতো এবারও করোনার কেন্দ্রস্থল হিসেবে চিনকেই (China) সামনে আনা হচ্ছে। কিন্তু চিন আবারও পরিসংখ্যান নিয়ে জলঘোলা করছে। বর্তমানে যখন আবারও সারা বিশ্বে করোনার আতঙ্ক বিরাজ করছে, তখন করোনার পরিসংখ্যান জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিনে ফের প্রভাব বিস্তার করছে চিন (China):

চিনে (China) কোভিড-১৯ সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে, আগামী মাস থেকে এটি কমতে শুরু করবে। তবে জনসাধারণকে সতর্ক থাকার বিষয়েও সচেতন করা হয়েছে। এদিকে, চিন সরকার এখনও মেনে নেয়নি যে, ওই দেশে করোনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত এপ্রিল মাস নাগাদ, ওই দেশে ১,৬০,০০০-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু, চিন বিশ্বে এটির বিস্তার রোধে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি।

Corona is increasing again in China.

চিনে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে: এই প্রসঙ্গে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC)-র তথ্য অনুসারে জানা গিয়েছে যে, গত ৩১ মার্চ থেকে ৪ মে পর্যন্ত, ফ্লু-র লক্ষণযুক্ত রোগীদের এবং গুরুতর লক্ষণযুক্ত হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে পরিচালিত পরীক্ষায় পজিটিভ কেসের সংখ্যা ৭.৫ শতাংশ থেকে বেড়ে ১৬.২ শতাংশে দাঁড়িয়েছে। এর অর্থ হল ১ মাসেরও কম সময়ের মধ্যে চিনে (China) এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: ফের ঝটকা খেল পাকিস্তান! সন্ত্রাসবাদ রুখতে ইজরায়েল-রাশিয়ার পর ভারতের পাশে দাঁড়াল এই দেশ

CDC-র তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে দেশব্যাপী মোট ১,৬৮,৫০৭ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এই আক্রান্তের প্রায় ৫ শতাংশের পরীক্ষায় জানা গেছে যে এগুলি সবই ওমিক্রন ভেরিয়েন্টের। যার মধ্যে প্রধান স্ট্রেনটি XDV সিরিজের। গত এপ্রিল মাস নাগাদ চিনে ১,৬০,০০০-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হন।

আরও পড়ুন: ইন্টারনেটের স্পিডে উঠবে ঝড়! বড়সড় পরিকল্পনা Jio-র, সরকারের কাছে অনুমতি চাইলেন আম্বানি

ভারতেও করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে: এদিকে, ভারতেও করোনা ফের প্রভাব বিস্তার করছে। দিল্লির মতো বড় শহরগুলির পাশাপাশি, ছোট শহরগুলিতেও করোনার পজিটিভ কেস পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের মতে, ভারতে বর্তমানে ১,০০০-এরও বেশি সক্রিয় আক্রান্ত রয়েছে। সোমবারের তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লিতে করোনার ১০৩ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X