করোনা আতঙ্কে কারা কারা বাড়ি থেকে বেরোবেন না জানিয়ে দিল মোদি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সারা পৃথিবীর পাশাপাশি এবার ভারতে থাবা বসিয়েছে চীন থেকে আগত ভাইরাস করোনা। ইতিমধ্যে ভারতে করণা আক্রান্তের সংখ্যা ১৬৯ জন। এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভারত মুহূর্তে দ্বিতীয় স্টেজে রয়েছে অর্থাৎ কোনও কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। তাই এই পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। যাতে পরের ধাপে আর না এগোয়।

সাবধানতা অবলম্বনে নানান রকম সতর্কতামূলক পন্থা ইতিমধ্যেই অবলম্বন করেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। ইতিমধ্যেই দেশের সমস্ত স্কুল, কলেজ সিনেমাহল, শপিং মল, বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বিকেলে করোনা রোধে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, “শিশু ও বৃদ্ধরা যতটা বাড়িতে থাকেন ততোই ভালো। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে, ১০ বছরের নিচে কেউ যেন বাড়ি থেকে না বেরোয় এবং ৬৫ বছরের বেশি বয়সী মানুষরাও যেন বাড়ি থেকে প্রয়োজন ছাড়া না বেরোয়।” সেই নির্দেশ দেওয়া হয়েছে আজ।

সম্পর্কিত খবর

X