Corona Live: আক্রান্তের সংখ্যা ছুঁল ৫৩৬, মৃত্যু ১১! পুনেতে করোনা নিয়ে ভালো খবর

বাংলা হান্ট ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার (Corona) সাথে মোকাবিলা করার জন্য আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন (Lockdown)ঘোষণা করা হয়েছে। আরেকদিকে, সুপ্রিম কোর্ট (Supreme Court) ভিডিও কনফারেন্সিং এর মামলায় কিছু মামলার শুনানি করবে। এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ৫৩৬ হয়েছে। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের।

corona 5

মহামারী করোনা নিয়ে পুনে থেকে একটি ভালো খবর আসছে। পুনেতে দুই সপ্তাহ আগে পজিটিভ পাওয়া দুই ব্যাক্তির রিপোর্ট এখন নেগেটিভ এসেছে। দুজনকে বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

সমস্ত রাজ্যকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছেঃ উৎপাদ সেবা উপলব্ধ করানোর সমস্যার সমাধানের জন্য কেন্দ্র সরকার রাজ্য গুলোকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্য আর কেন্দ্র শাসিত প্রদেশ গুলোকে ২৪ ঘণ্টা চলা কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে যে, ওই কন্ট্রোল রুমে রাজ্য এবং জেলা স্তরে হেল্পলাইন থাকতে হবে।

outbreak coronavirus world 1024x506px

তামিলনাড়ুতে করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সাথে সাথে দেশে করোনার কারণে মৃত্যুর সংখ্যা ১১ হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যাক্তি মাদুরাই এর রাজাজি হাসপাতালে ভর্তি ছিলেন। রাজ্যের স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ সি বিজয়ভাস্কর বলেন, করোনায় আক্রান্ত ওই ব্যাক্তি উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়বেটিস এর মতো রোগে আক্রান্ত ছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর