নয়া দিল্লীঃ করোনা ভাইরাস (Coronavirus) এর বিপদ দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে লকডাউন (Lockdown) ঘোষণা করেছেন। এই লকডাউনে সমস্ত জরুরী পরিষেবা আর খাদ্যদ্রব্যের সাপ্লাই বজায় থাকবে। কারোর যাতে কোন সমস্যা না হয় সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্য আর কেন্দ্র শাসিত প্রদেশের চীফ সেক্রেটারি আর ডিজিপিকে একটি চিঠি লিখেছে। সামগ্রীর সাপ্লাই বজায় রাখার জন্য শীঘ্রই হেল্পলাইন নাম্বার জারি করার কথা বলেছে। কোন ব্যাক্তি সমস্যার সন্মুখিন হলে তাহলে তাঁরা ঘরে বসে ফোন করতে পারবে। দিল্লী পুলিশ একটি হেল্পলাইন নাম্বার জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা পত্রে বলা হয়েছে যে, খুব শীঘ্রই যেন হেল্পলাইন নাম্বার জারি করা হয়। মানুষের কাছে সহজেই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং সমস্ত রকম সমস্যার সমাধানের জন্যই এই হেল্পলাইন নাম্বার জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার আর দোকানে যাতে ভিড় না জমে, সেই জন্য ঘরের দরজা পর্যন্ত সামগ্রী পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হবে। জনতার কাছেও আবেদন করে বলা হয়েছে যে, তাঁরা যেন ঘর থেকে না বেরিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করেন।
করোনা ভাইরাসের মহামারী থামানোর জন্য লকডাউনের ঘোষণার পর দিল্লী পুলিশ হেল্পলাইন সেন্টার বানিয়েছে। দিল্লীর জনতা 011 23469526 এই নম্বরে ফোন করে সমস্ত রকম তথ্য জানতে পারবেন। ওই হেল্পলাইন নম্বর ২৪ ঘণ্টা কাজ করবে। জনসাধারণ লকডাউনের সময় নিজের সমস্যার কথা জানাতে পারবেন, আর লকডাউনের সাথে জড়িত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।