করোনা নয়, বিশ্বকে থাকতে হবে পরবর্তী ভয়ঙ্কর মহামারির জন্য প্রস্তুতঃ চাঞ্চল্যকর মন্তব্য WHO প্রধানের

Bangla Hunt Desk: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সর্বপ্রথম করোনা ভাইরাসের বৈশিষ্ট্য বিচার করে, একে মহামারির আখ্যা দিয়েছিল। গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসের জালে জড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষজন, কেউই বাদ পড়ছে না এই ভাইরাসের থাবা থেকে। এই প্রথমবার এই ভাইরাসের কারণে গোটা বিশ্বের অর্থানীতির আজ কঙ্কালসর অবস্থা।

WHO এর অশনি বার্তা
করোনা ভাইরাসের এই মহামারির পরিস্থিতিতে WHO শোনাল আরও এক দুঃসংবাদ। সোমবার WHO প্রধান টেড্রোস অ্যাধনম গ্র্যাবিসিয়াস জানিয়েছেন, এটাই শেষ মহামারি নয়। করোনা ভাইরাসের পরবর্তী ভয়াবহ মহামারির জন্য গোটা বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। ইতিহাস আমাদের শিখিয়েছে, মহামারির পরবর্তীতে বিশ্বকে আরও দৃঢ়ভাবে প্রস্তুত থাকতে হবে। সেইসঙ্গে তিনি বিশ্ববাসীকে জনস্বাস্থ্যে বিনিয়োগের জন্যও আহ্বান করেছেন।

trd20200623023606

কেটে গেছে প্রায় ৭ মাস
WHO পূর্বেই আভাস দিয়েছিল, করোনা ভাইরাস অতি সহজেই এই বিশ্ব থেকে নির্মূল হওয়ার নয়। এটি এক দীর্ঘমেয়াদী রোগ। ইতিমধ্যেই প্রায় ৭ মাস অতিবাহিত হওয়ার পরও এই ভাইরাসের আতঙ্ক গ্রাস করে রেখেছে গোটা বিশ্বকে।

বিশ্বে করোনা পরিস্থিতি
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মেলে। এরপর ধীরে ধীরে বিশ্বের বৃহৎ বৃহৎ দেশগুলো মৃত্যুপুরীতে পরিণত হলেও, বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তবে ইতিমধ্যেই সমগ্র বিশ্বে ২.৭ কোটি মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং ৮৮৮৩২৬ জন এই ভাইরাসের কবলে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন।

263073 914328 corona vaccine

করোনা ভ্যাকসিন
প্রথম দিকে এই ভাইরাসের সঠিক ভ্যাকসিন আবিষ্কার না হলেও, বর্তমান দিনে রাশিয়া সর্বপ্রথম এই ভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক V আবিষ্কার করতে সক্ষম হয়েছে। গোটা বিশ্ব এখন সেই ভ্যাকসিনের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছে।

Smita Hari

সম্পর্কিত খবর