কোন তারিখে শেষ হয়ে যাবে করোনার প্রকোপ, জানিয়ে দিলেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্বে করোনা মহামারি তাণ্ডব চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলা (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এক আশার বাণী শোনালেন। করোনার প্রকোপে সমগ্র বিশ্ব আজ আতঙ্কিত। এই মরণ ভয় কবে বিশ্ব থেকে বিদায় নেবে, সেই দিন গুনছে বিশ্ববাসী।

করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব
গোটা বিশ্বের পাশাপাশি আতঙ্কিত বাংলার মানুষজনও। বন্ধ রয়েছে স্কুল কলেজ, বন্ধ রয়েছে সামাজিক মেলামেশা। সকলের মনেই এক আতঙ্ক বিরাজ করছে। করোনার জেরে লকডাউনে কাজ হারিয়ে বহুমানুষ অন্ন সংস্থানহীন হয়ে পড়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোলেও, মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব। আর কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না এই মহামারির সঙ্গে।

corona virus getty

করোনার বিদায় কাল জানালেন মুখ্যমন্ত্রী
সকলের মুখে শুধু একটাই প্রশ্ন করোনা ভাইরাস কবে বিদায় নেবে পৃথিবী থেকে? আর এভাবে বেঁচে থাকা যাচ্ছে না। সম্প্রতি নবান্নের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলা থেকে করোনা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী বললেন, ‘আশা করা যাচ্ছে, সেপ্টেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে এই মহামারি করোনার ব্যাপারটা অনেকখানি সেটেলড হয়ে যাবে। বিশেষজ্ঞরা তো তেমনই ধারণা দিচ্ছেন। করোনার বিষয়টা সেটেলড হয়ে গেলে জেলায় গিয়ে বৈঠক করব।’

Bengal CM Mamata Banerjee 1

কাজের হুঁশিয়ারি দিলেন হুঁশিয়ারি
এই করোনা সংক্রমণের মধ্যেই নিজেদের দায়িত্ব ঠিক ঠাক ভাবে সামলানোর হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারি মমতা ব্যানার্জী। মহামারি হয়েছে বলে তো আর ঘুমিয়ে থাকা চলে না, এদিন একথাও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তবে কিছুদিন আগের এক বৈঠকে তিনি নিজেই জানিয়েছিলেন, আগামী দুমাস করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখরে থাকেব। আবার এরই মধ্যে করোনার বিদায় বেলার সময় নির্ধারণ করে, জনসাধারণকে চিন্তিত হতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর