করোনায় আক্রান্ত রোগী ওডিশার হাসপাতাল থেকে পলায়ন, পুরো রাজ্যজুড়ে চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্কঃ হাসপাতাল (hospital) থেকে পালিয়েছেন করোনা (corona) আক্রান্ত একজন রোগী (Patient)। ভারতের ওডিশার একটি হাসপাতালে একজন আইরিশ নাগরিককে  ( Irish citizens) ভর্তি করা হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, করোনা আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে(isolation ward)রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। এতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ওড়িশার কটক শহরের একটি সরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল এই আইরিশ নাগরিককে। সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবারই ভূবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিক্যাল স্ক্রিনিং-এর পর আটকানো হয় তাকে। ওই ব্যক্তি ও তার এক সঙ্গীকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

dt 200121 coronavirus 800x450

কী ভাবে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালালেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এসসিবি মেডিক্যাল কলেজের পঞ্চমতলায় করোনাভাইরাস আক্রান্তদের ওয়ার্ড। ঘটনার সময় ওই আইরিশের সঙ্গী ওয়ার্ডের চিকিৎসকের সঙ্গে রোগীর অবস্থা আলোচনা করতে যান। চিকিৎসককে বলেন, তাঁর সঙ্গী একতলায় অপেক্ষা করছেন। চিকিৎসক তাঁকে সেখানে নিয়ে আসতে বললে দেখা যায় তাঁকে আর পাওয়া যাচ্ছে না। তাঁর সন্ধানে নেমেছে পুলিশ।

হাত পরিষ্কার রাখা ও হাঁচি, কাশি সংক্রান্ত বিধি সম্পর্কে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে সচেতনতা বাড়াতে একটি নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। নানা দেশ থেকে ফিরে আসা ১২৯ জন ভারতীয় নাগরিকের শরীরে জীবাণু পাওয়া গিয়েছে বলে আশঙ্কা, তাঁদের পৃথকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে ওড়িশার কেউ এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এদিকে সিঙ্গাপুর থেকে আসা এক দম্পতিকে পারাদ্বীপ বন্দরে আটক করা হয়েছিল, করোনাভাইরাস পরীক্ষায় তাদের ফল নেগেটিভ এসেছে।


সম্পর্কিত খবর