বাংলা হান্ট ডেস্কঃ স্পেনের এক ৬০ বছরের নাগরিক যে আবার করোনাতে সংক্রমিত, সে দিল্লীর হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে খবর। স্পেনের ওই নাগরিককে দিল্লীর নিজামুদ্দিন মরকজ থেকে বের করে দিল্লীর লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
স্পেনের ওই নাগরিকের বিরুদ্ধে আইপি এস্টেট থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগে মেডিসিন বিভাগের ডাক্তার সত্যজিত জানান, ওই স্প্যানিশ ব্যাক্তিকে মার্চের শেষের দিকে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের ওয়ার্ড নম্বর ৩১ এ ভর্তি ছিল। করোনার লক্ষণ পাওয়ার পর তাঁর চিকিৎসা চলছিল। ১৭ এপ্রিল সকালে সে আচমকাই ওয়ার্ড থেকে চুপচাপ বেরিয়ে পড়ে এবং পালিয়ে যায়।
ডাক্তাররা বরিষ্ঠ আধিকারিকদের এর সূচনা দিয়েছে। খুঁজে না পাওয়ার পর প্রথমে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের পুলিশ চৌকিতে সূচনা দেওয়া হয়েছিল। খোঁজ চালানোর পর তাঁর বিরুদ্ধে সরকারি আদেশ লঙ্ঘন করা, মহামারী আইন সমেত অনেক ধারায় মামলা দায়ের হয়েছে।