বাংলা হান্ট ডেস্ক : মানতেই হবে করোনা বিধি। কংগ্রেসের ‘ভারত জোড়া যাত্রা’-য় (Bharat Jodo Yatra) এমনই নির্দেশ দিল কেন্দ্র সরকার। অন্যথায় বন্ধ করে দিতে হবে ‘ভারত জোড়ো যাত্রা’। রাহুল গান্ধীকে (Rahul Gandhi) চিঠি লিখে এমনই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।
মঙ্গলবার ওয়াইনাডের রাহুলকে লেখা একটি চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে কোভিড বিধি নিষেধ পালন করতে হবে। ভারত জোড়ো যাত্রার সময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যাঁরা করোনার টিকা নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন।’ এরই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যদি করোনা বিধি পালন না করা হয়, তাহলে ‘ভারত জোড়ো যাত্রা’ পিছিয়ে দিতে হবে। তিনি চিঠিতে লেখেন, ‘যদি কোভিড বিধি পালন করা সম্ভব না হয়, তাহলে জনস্বাস্থ্যের বিষয়টি জাতীয় স্বার্থে ভারত জোড়ো যাত্রা পিছিয়ে দেওয়া হোক।’
অবশ্য কংগ্রেসের দাবি, এখন তো দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। কিন্তু তাতে কোনও সমস্যা হচ্ছে না কেন্দ্র সরকারের। লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুুরের সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘আমি বিজেপির থেকে জানতে চাই যে গুজরাটের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি কোভিড বিধি পালন করেছিলেন? আমার মনে হয়, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা পছন্দ হয়নি মনসুখ মাণ্ডবিয়ার। কিন্তু মানুষের ওই যাত্রা পছন্দ হয়েছে এবং তাতে যোগও দিচ্ছেন। মানুষের নজর ঘোরানোর কাজে মাণ্ডবিয়াকে নিযুক্ত করা হয়েছে।’
এই চিঠির বিরুদ্ধে সরব হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমও। তিনি বলেন, ‘আমি ওই চিঠি দেখিনি। কিন্তু বর্তমানে দেশে কি আদৌও করোনাভাইরাস সংক্রান্ত বিধি মেনে চলা হচ্ছে? অন্যান্য জমায়েতে তো কোনও করোনা বিধি নেই। যদি বিজেপি ভয় না পেয়ে যায়, তাহলে ভারত জোড়ো যাত্রার দিকে আচমকা নজর পড়ল কেন?’