করোনা কেড়ে নিল আরও এক তরতাজা প্রাণ, মারা গেলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস প্রাণ হারালেন ফলতার তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক তমোনাশ ঘোষ (Tamonash Ghosh)। গত ২৪ মে থেকে একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা চলছিল তাঁর। লড়াই শেষ। বুধবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং তারপর মাল্টিঅর্গ্যান ফেলিওরভয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। শোকের ছায়া নেমে এসেছে তৃণমূলের শিবিরে।

হাসপাতালে তমোনাশ ঘোষের চিকিতসারত অবস্থায় কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) জানিয়েছিলেন, ”চিকিৎসকরা তাঁদের সাধ্যমত চেষ্টা করছেন। কিন্তু আমি বলতে পারছি না তমোনাশ ঘোষ বাঁচবে কিনা”। মুখ্যমন্ত্রীর সেই আশঙ্কাই সত্যি হল। সকলকে কাঁদিয়ে চলে গেলেন তমোনাশ ঘোষ।

তমোনাশ 630x420 1

কর্মজীবন
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ কাজের জন্য গত মাসে দুর্গাপুর গিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি অসুস্থতা বোধ করেন। তারপর গত ২২ শে মে তাঁর নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ ধরা পড়ে। দীর্ঘ লড়াইয়ের পর বুধবার সকালে করোনার সাথে যুদ্ধে হেরে গেলেন তিনি। ২০০১ সালে ফলতায় জয়লাভের পর টানা চারবার নির্বাচিত হয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর ট্যুইট
দলীয় সহকর্মীর এই অকাল প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, “ফলতার টানা চার বারের বিধায়ক এবং ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ হিসাবে থাকা মানুষটি, আজ আমদের সবাইকে ছেড়ে চলে গেলেন। গত ৩৫ বছর ধরে ছিলেন আমাদের একজন হয়ে। সাধারণ মানুষ ও দলের প্রতি অত্যন্ত নিষ্ঠাবানএবং দয়াবান ছিলেন তিনি। সামাজিক নানাবিধ কাজে তাঁর অবদান অনস্বীকার্য। তমোনাশবাবুর স্ত্রী ঝর্ণা ঘোষ, দুই মেয়ে ও পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদন থাকল”।

Smita Hari

সম্পর্কিত খবর