বাংলাহান্ট ডেস্কঃ করোনা আতঙ্কে ইতিমধ্যেই কাঁপছে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজ (sagar dutta medical College) ৷ দুই স্বাস্থ্য কর্মীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মেলায় কোয়ারেন্টাইনে ৩৬ জন। এরই মধ্যে শুক্রবার রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এই হাসপাতাল।
জানা যাচ্ছে, একজন তৃতীয় লিঙ্গের মানুষ জ্বর, সর্দি, গলায় ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইসোলেশনে গত কোয়েকদিন ধরে ভর্তি ছিলেন। তার লালা রসের নমুনা নেওয়া হয়। হঠাৎ করেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয়। এরপরই তার বেশ কিছু সঙ্গী এসে হাসপাতালে হামলা করে। জরুরি বিভাগ এবং আইসোলেশন ওয়ার্ডে তারা ভাঙচুর চালায় বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।
ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের সঙ্গীদের দাবি, বিনা চিকিৎসার কারনে মারা গিয়েছে তাদের সঙ্গী। সাগর দত্ত হাসপাতাল কোনো রকম চিকিৎসা পরিষেবা দেয় নি। ডাক্তার সংগঠন গুলি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।
কিছুদিন আগেই মোদি সরকার নতুন আইন এনে জানিয়েছিল, স্বাস্থকর্মীদের বিরুদ্ধে হিংসায় বড় সাজা আর বড় পরিমাণে জরিমানা করা হবে। অভিযুক্তদের তিন মাস থেকে ৫ বছরের সাজা আর ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার নিদান থাকবে নতুন আইনে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, স্বাস্থকর্মীদের ক্ষতির দ্বিগুণ ক্ষতিপূরণ হামলাকারীর থেকে উসুল করা হবে।
এছাড়াও বড় হামলা হলে ৬ মাস থেকে ৭ বছরের সাজা হবে আর ১ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ডাক্তার আর স্বাস্থকর্মীদের উপর হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। উনি বলেন, স্বাস্থকর্মীদের ৫০ লক্ষ টাকার বীমাও দেওয়া হবে।