করোনা আতঙ্কে ট্রেনিং ক্যাম্প গুলি বন্ধ করে দিল সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি।

এবার করোনা বড়সড় থাবা বসালো আইপিএলে। আইপিএলের আটটি ফ্রাঞ্চিইজি তাদের অনুশীলন বন্ধ করে দিয়েছে করোনা আতঙ্কের জন্য। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফের তাদের ট্রেনিং ক্যাম্প শুরু করবে আগামী 21 শে মার্চ।

কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মত বড় দল গুলি করোনা আতঙ্কে ইতিমধ্যেই তাদের ট্রেনিং ক্যাম্প গুলি বন্ধ করে দিয়েছে। চেন্নাই শিবির ছেড়ে নিজের বাড়ি রাঁচিতে ফিরে গিয়েছেন ধোনি।

এই মুহূর্তে করোনা বিশ্বজুড়ে এতটাই প্রভাব ফেলেছে যে করোনার আতঙ্কে বিশ্বের বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট গুলি স্থগিত করে দেওয়া হয়েছে। করোনার প্রভাব থেকে বাঁচতে পারে নি আইপিএল। করোনার জেরে 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। দেরীতে শুরু হওয়ার কারণে এবারে আইপিএলের ফরম্যাটেও বদল ঘটতে পারে বলে জানা গিয়েছে।

1581660118ba5cb572f16ba3e5946eb3082c88f10

ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সেই কারণেই খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে আইপিএল ফ্রাঞ্চইজি গুলি তাদের ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়রা ফিরে গিয়েছেন নিজের নিজের বাড়তে।

Udayan Biswas

সম্পর্কিত খবর