দিল্লি বিমানবন্দরে শুরু বিলেত ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা, অন্যান্য বিমানবন্দরেও শুরু প্রক্রিয়া

বাংলাহান্ট ডেস্ক : চীন সহ অন্যান্য দেশে করোনার নতুন সাব ভেরিয়েন্ট খেলা দেখাতে শুরু করেছে। এমন অবস্থায় বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করল কেন্দ্রীয় সরকার। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল যাত্রীদের করোনা পরীক্ষা। দেশের অন্যান্য কয়েকটি বিমানবন্দরও বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা চালু করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

শীত পড়ার সাথে সাথেই চীনে অতিমারি উদ্বেগজনক আকার ধারণ করেছে। আমেরিকা, রাশিয়া সহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে এই মহামারী আবার তার জাল বুনতে শুরু করেছে। দিলি বিমানবন্দর কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে শনিবার থেকে বিদেশ ফেরত ২% যাত্রীর করোনা পরীক্ষা শুরু করেছেন।

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিদেশ ফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে।
পাশাপাশি, শনিবার থেকে করোনা পরীক্ষা শুরু হয়েছে মধ্যপ্রদেশের খাজুরাহ বিমানবন্দরে। পুনে বিমানবন্দরেও একই ছবি দেখা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শুক্রবার প্রত্যেক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে সারা দেশে সঠিকভাবে কোভিডবিধি পালন, টিকাকরণের উপর জোর দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সেই কথাই জানিয়েছেন। তবে পশ্চিমবঙ্গে টিকাকরণ নিয়ে ভিন্ন ছবি দেখা গিয়েছে। কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে বুস্টার ডোজের উপর জোর দিতে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নামমাত্র কিছু করোনা টিকা পড়ে রয়েছে।covid19

অন্যদিকে, কেন্দ্র গত সেপ্টেম্বর মাসের পর রাজ্যগুলিকে আর টিকা পাঠায়নি। এমন অবস্থায় কিভাবে প্রত্যেককে বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে তা ভেবে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, দেশে মাত্র ২৬ থেকে ২৭ শতাংশ মানুষ করোনার তৃতীয় টিকা বা বুস্টার ডোজ নিয়েছেন। কেন্দ্রে তরফ থেকে বারবার বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তৃতীয় টিকাটি নেওয়ার জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর