পশ্চিমবঙ্গে করোনার টেস্টের হার অনেক কম আর মৃত্যুর হার সবথেকে বেশিঃ স্বরাষ্ট্র মন্ত্রালয়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে যে, পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা টেস্টের হার অনেক কম আর সংক্রমিতদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। রাজ্যে মৃত্যুর হার ১৩.২ শতাংশ। স্বরাষ্ট্র মন্ত্রালয় অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দর অন্য রাজ্য গুলোর তুলনায় অনেক বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রালয় পশ্চিমবঙ্গে লকডাউনের সময় বাজারে ভিড় জমানো, নদীতে স্নান করা, ক্রিকেট খেলা, ফুটবল খেলার উদাহরণ পেশ করেছে। কলকাতা, হাওড়ার বেশ কিছু জায়গায় লকডাউনের বারবার লঙ্ঘন করার দৃশ্য দেখা গেছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে টিকিয়াপাড়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে জানা যায়।

প্রথম থেকেই কেন্দ্র আর রাজ্যের রিপোর্টের মধ্যে অসামঞ্জস্য দেখা গেছিল। কেন্দ্রের খাতায় পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা বেশি হলেও, রাজ্যের খাতায় ছিল তা অনেক কম। এমনকি কেন্দ্রের খাতায় রাজ্যের ১০ টি রেড জোন থাকলেও, রাজ্যের খাতায় ছিল তা মাত্র ৪ টি। এরপর কেন্দ্রের একটি রিপোর্টে বলা হয়, পশ্চিমবঙ্গে প্রায় ১ হাজার করোনা আক্রান্ত আছে। কিন্তু রাজ্য তখন জানায়, তাদের কাছে ৬০০ এর মতো করোনা রোগী আছে।

এর ঠিক দিন দুয়েক পর রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা নবান্নে প্রেস কনফারেন্স করে জানান যে, রাজ্যের তরফ থেকে কিছু গলদ আছে। রাজীব সিনহা তখন জানান, রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে সেগুলোর রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছায় নি। এরপরই মুখ্য সচিব বলেন যে, রাজ্যে মোট ১২৫৯ জন করোনায় আক্রান্ত আছেন।

X