দেশের প্রতিটি মানুষের করোনা টীকা দেওয়ার খরচ বহন করবে নরেন্দ্র মোদির সরকার

কয়েক মাসের মধ্যেই দেশের হাতে চলে আসবে করোনার টীকা (corona vaccine) । কিন্তু সেই টীকার খরচ কিভাবে বহন করবে সাধারণ মানুষ? ইতিমধ্যেই তা নিয়ে অনেকেই সংশয়ে রয়েছেন। তবে সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর। রয়টার্স সূত্রে জানা যাচ্ছে , করোনা ভ্যাকসিন দেওয়ার পুরো খরচটাই বহন করবে নরেন্দ্র মোদির (Narendra modi) সরকার । এক্ষেত্রে সাধারণ বাজেটে এটিও ঘোষণা করা করাও হতে পারে। মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষে থেকেও টীকাকরণ শুরু হতে পারে।

modi vaccine

কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে উদ্বিগ্ন এবং ল নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করছে। পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার পুরো ব্যয় বহন করার পরিকল্পনা তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে, যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং বাজেটে এটি ঘোষণা করা যেতে পারে।

সূত্র থেকে জানা যাচ্ছে , এক্ষেত্রে সরকার পুরো পরিকল্পনা তৈরি করেছে। তার অনুমান অনুসারে, দেশের একজন নাগরিককে করোনার ভ্যাকসিন ডোজ দেওয়ার জন্য ৭ ডলারের বেশি অর্থাত্ ৫০০ টাকারও বেশি ব্যয় হবে। এই কারণেই সরকার ১৩০ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য ৫০০ বিলিয়ন টাকা বাজেট নির্ধারণ করেছে। চলতি অর্থবছরের শেষে এই বাজেটের ব্যবস্থা করা হবে। যার পরে ভ্যাকসিন সরবরাহে অর্থের অভাব হবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যখনই করোনার ভ্যাকসিন আসবে তখন দেশের প্রতিটি নাগরিক টিকা দেবে সরকার। কেউ এই সুবিধা থেকে বঞ্চিত থাকবে না। প্রধানমন্ত্রী মোদী করোনার ক্রমবর্ধমান মামলার বিষয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠকও করেছেন।

 


সম্পর্কিত খবর