বড় খবরঃ কবে পাবেন করোনার ভ্যাকসিন, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন (Vaccine) নিয়ে বড় খবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন (Harsh Vardhan) । তিনি জানান, আগামী বছর ২০২১ এর শুরুতেই  ভারতীয়রা করোনার ভ্যাকসিন পেয়ে যাবেন। যদিও তিনি কোনও তারিখ উল্লেখ করেন নি। তবে আশা করা যাচ্ছে যে, জানুয়ারি মাসে করোনার ভ্যাকসিন লঞ্চ হতে পারে। হর্ষবর্ধন এও বলেন যে, সরকার বরিষ্ঠ নাগরিক আর ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করা মানুষদের কোভিড-১৯ এর টীকাকরণের আপাতকালিন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। উনি বলেন, সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার ভ্যাকসিন নিয়ে জাতীয় বিশেষজ্ঞরা একটি বিস্তৃত রণনীতি তৈরি করছেন। আর যত বেশি সম্ভব মানুষকে করোনার টীকা দেওয়া হবে বলে জানান তিনি।

Harsh Vardhan 4

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানান, করোনার ভ্যাকসিন ট্রায়ালে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। উনি বলেন, ভ্যাকসিন সুরক্ষা, ব্যয়, ইকভিটি, কোল্ড-চেন প্রয়োজনীয়তা, উৎপাদন সময় সীমার মতো ইস্যু গুলতে গভীর ভাবে চর্চা করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী আশ্বাস দেন যে, টীকা সবার আগে তাঁদের দেওয়া হবে, যাদের সবথেকে বেশি প্রয়োজন। উনি এও জানান যে, প্রয়োজনীয় ব্যাক্তি যদি টীকার টাকা নাও দিতে পারেন, তাহলেও তাঁদের টীকা দেওয়া হবে। উনি এও বলেন যে, ভ্যাকসিনের প্রথম ডোজ তিনি নিজের শরীরে নেবেন। উনি জানান, সবাই যাতে এই টীকার উপর বিশ্বাস রাখতে পারে, সেই জন্যই আমি নিজের শরীরে আগে নেব ভ্যাকসিন।

স্বাস্থ্য মন্ত্রী গোটা দেশে চলা ভ্যাকসিনের ট্রায়াল আর সেগুলোর উৎপাদন নিয়েও তথ্য দেন। উনি এও বলেন যে, একটি সুরক্ষিত আর প্রভাবি টীকা প্রাকৃতিক সংক্রমণের তুলনায় খুব দ্রুত গতিতে কোভিড-১৯ এর জন্য প্রতিরক্ষা স্থাপন করায় সাহাজ্য করবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর