বাংলহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) নিয়ে চীন (Chaina) এক গবেষণা করে, এবং তাতে এক বিস্ময়কর দিক উঠে আসে। এই গবেষণা থেকে জানা যায়, এই রোগের প্রকোপ ‘A’ ব্ল্যাড গ্রুপের মানুষের উপর বেশি পড়বে। এবং ‘O’ ব্ল্যাড গ্রুপের উপর এই রোগের প্রকোপ কম পড়বে। তবে এটা নয় যে ‘O’ ব্ল্যাড গ্রুপের মানুষ একদমই আক্রান্ত হবেন না। তবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। সকলকে বারবার হাত ধুয়ে পরিস্কার থাকতে হবে।
চীনের সবথেকে বেশি সংক্রামিত এলাকা এবং উহানের প্রায় ২ হাজারেরও বেশি আক্রান্ত মানুষের উপর পরীক্ষা করে তাঁর এই বিষয়ে উপনীত হন। অর্থাৎ ‘A’ ব্ল্যাড গ্রুপের মানুষদের এই রোগের বিষয়ে বেশি করে সতর্ক থাকতে হবে। তবে এই রিসার্চের ফাইনাল রিভিউ এখনও বাকী আছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানিদের বক্তব্য করোনা ভাইরাসের মতো কঠিন ভাইরাসের প্রতিরোধক বের করতে এই রিসার্চ অনেক কাজে দেবে।
প্রাণ সংশয়ে রয়েছেন ভারতবাসী। ভারতে এখন এই রোগ দ্বিতীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ আক্রান্ত দেশ থেকে আগত ব্যক্তি এবং তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এরপর যদি এই রোগ তৃতীয় পর্যায়ে চলে যায়, তখন তা মহামারির আকার ধারণ করবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ভারতে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ এবং মৃতের সংখ্যা ৫।
করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য দিকে দিকে স্কুল, কলেজ, অফিস, আদালত, সিনেমা হল, শপিং মল এবং বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠান সরকারী পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে। আগামি কাল অর্থাৎ ২২ শে মার্চ সমগ্র ভারতব্যাপী জনতা কার্ফুর ডাক দিয়েছেন মোদী সরকার। সকাল ৭ টা থেকে রাত ৯ টা অবধি কোন মানুষকেই ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। করোনা পরিস্থিতি সামাল দিতে এখন একজোট হয়েছে কেন্দ এবং রাজ্য।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা