করোনা নিয়ে বড় ঘোষণা WHO-এর ঃ করোনা ভাইরাস মহামারী

জাকিয়েই বসেছে করোনা। উত্তর প্রদেশের ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস।তাই এরকম এক পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে।আর ইতিমধ্যেই করোনা ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের জেরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের ভিসা ৩রা মার্চ বাতিল করা হয়েছে।

পাশাপাশি জানানো হয়েছে যারা বাধ্য শুধুমাত্র তাদের জন্যই ভিসার আবেদন গ্রহণযোগ্য। আবার, চীনের যেসব নাগরিকরা ৫ ফেব্রুয়ারি ভারত আসার জন্য ভিসা অ্যাপ্লাই  করেছিলেন তাদেরও ভিসা  বাতিল করা হয়েছিল।করোনা ভাইরাসের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে ব্যপকভাবে প্রচার চালানো ইরানে ভাইরাসের সংক্রমণের অবস্থা এতটাই খারাপ যে এই রোগটি অনেক সরকারী কর্মকর্তাকে আটক করেছে। এমনকি ইরানের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের চিফও করোনার ভাইরাসে আক্রান্ত।corona virus 4কারন করোনা নিয়ে দেশের প্রত্যেকটা নাগরিক চিন্তিত, আর তা মধ্যে এর সঠিক ওষুধ এখনো মেলেনি। আর এসবের মধ্যে আমেরিকার সংস্থা ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর ডিরেক্টর অ্যান্টনি ফাউসি সেখানকার সাংসদদের বলেছেন, “এই প্যাথোজেন সিজিন্যাল ফ্লু-র থেকে ১০ গুণ বেশি মারাত্মক”।করোনার প্রকোপ এতোটাই বেড়ে গেছে তারপর থেকে মানুষ খাবার খেতেও ভয় পাচ্ছেন, পাশাপাশি কেউ খুব জনবসতিপূর্ন এলাকায় জেতেও ভয় পাছহেন।

কারন এই এলাকা গুলোতে ভাইরাস থাকার প্রবনতা রহেকে যায়। আর এর থেকে মুক্তির কনো পথ নেই। তাই সাবধানে থাকাই এক্মাত্র পথ। সব রকম পরিস্থিতিতেই এখন সাবধানে থাকা বুদ্ধিমানের কাজ।এমনকি বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেব্রেসাস বলেছেন,” বিশ্বস্বাস্থ্য সংস্থা এই রোগের বিস্তার ও তীব্রতা নিয়ে উদ্বিগ্ন। সেই কারণে এই ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে।আর এই রোগের সঠিক ওষুধ না বেরোনো পর্যন্ত তাদের কর্তব্য সবাইকে সচেতন করা”।


সম্পর্কিত খবর