ভারতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, ৩ বছরের বালককে নিয়ে আক্রান্ত মোট ৪০ জন

বাংলাহান্ট ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাসে (Corona Vairas) আক্রন্ত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১০ লক্ষরেও বেশি মানুষ। চীনের (Chaina) হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে এই রোগ সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে। ভারতেও (India) এর প্রভাব দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জন।

hili border corona virus

 

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন। এর মধ্যে ৩ বছর বয়সী এক শিশুও রয়েছে। COVID-19 এ আক্রান্ত এই বালক কেরালার বাসিন্দা। গত ৭ ই মার্চ ইতালি থেকে আগত বিমানে বাবা মায়ের সঙ্গে ভারতে আসে এই শিশুটি। ভারতের কোচিন ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে নেমে তাদের প্রাথমিক চিকিতসায় এই ভাইরাস ধরা পড়ে ওই শিশুর দেহে। বাবা মায়ের সঙ্গে হাসপাতলে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় শিশুটিকে। তবে শিশুটির বর্তমান অবস্থা স্থিতিশীল।

এনারাকুলাম জেলা মেডিকেল অফিসার ডাঃ এন কে কট্ট্প্পান বলেন, “বিমানবন্দরে সার্বজনীন স্ক্রিনিংয়ের পরে শিশুটিকে এরনাকুলাম মেডিকেল কলেজে পাঠানো হয়। তার বাবা ও মা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণের জন্য রয়েছেন।” এর ফলে রবিবার পর্যন্ত কেরালার পাঠানমথিট্টা জেলায় কোভিড -১৯ এর নতুন পাঁচটি মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইটালি থেকে এক পরিবারের ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতের করোনাভাইরাস সংক্রামিত ৪০ জনের মধ্যে ১৬ জন ব্যক্তি ইতালীয় পর্যটক ছিলেন।

এই পরিস্থিতিতে কেরালার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শায়লাজাব বলেন, ‘ যে পাঁচজনের মধ্যে তিনজন সম্প্রতি ইতালি থেকে ফিরে এসেছেন তাঁরা এবং আরও দুজন জেলায় এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের এখন চিকিৎসা করা হচ্ছে’।


Smita Hari

সম্পর্কিত খবর