বাংলা হান্ট ডেস্কঃ একদিকে করোনা ভাইরাসের আতঙ্কে চিন সহ বিশ্বের একাধিক দেশ ত্রস্ত, অন্যদিকে বাংলাদেশে থার্মোমিটার এবং স্টেথিস্কোপ নিয়ে চলছে করোনা ভাইরাসের পরীক্ষা। বিশ্বের একাধিক দেশে এখন দ্রুত গতিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস। সেইখানে ছেলেখেলা করছে বাংলাদেশের প্রশাসন!
ব্রাহ্মণবেড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে করোনাভাইরাস পরীক্ষার জন্য হেলথ ডেক্স গঠন করা হয়েছে । কিন্তু সেখানে এই মারণ ভাইরাসের পরীক্ষার জন্য কোনও আধুনিক যন্ত্র নেই । শুধু রয়েছে থার্মোমিটার এবং স্টেথিস্কোপ। তাই দিয়েই চলছে এই ভাইরাসের পরীক্ষা ।
চিন সহ গোটা বিশ্বে মহামারীর আকার নিতে চলেছে করোনা ভাইরাস । ইতিমধ্যেই চিনে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে । এখনও পর্যন্ত প্রায় ১৭০ জন পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা, মৃত্যুমিছিল পড়ে গিয়েছে চিনে, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এশিয়া মহাদেশের নেপাল পাকিস্তান, জাপান সহ বাইরের দেশ গুলিতেও দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে ভাইরাসটি । সমীক্ষা বলছে, প্রায় ৮ হাজারের বেশি সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে । এহেন পরিস্থিতিতে উদগ্রীব হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organezation) । খুব শীঘ্রই কোনও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ওই সংস্থা ।
বৃহস্পতিবার, করোনা সংক্রমণ নিয়ে জেনেভায় চিনা অধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে WHO। চিনের ‘ন্যাশনাল হেলথ কমিশন’ জানিয়েছে, এখনও পর্যন্ত ৭ হাজার ৭১১ জনের রক্তে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। ১২ হাজার সন্দেহভাজন করোনা আক্রান্তের ব্লাড স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।