করোনা ভাইরাসের টেস্ট কিট তৈরি করল পুনের এক সংস্থা, সফল হল ভারত সরকারের ‘মেড ইন ইণ্ডিয়া’

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। প্রায় ৬০০ এর কাছাকাছি আক্রান্তের সংখ্যা এবং মৃত ১০ জন। রাজ্যেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ এবং মৃত ১। ভয়াবহ এই পরিস্থিতিতে বৈদেশিক সব যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনও ঘোষণা করা হয়েছে বিভিন্ন জায়গায়। করোনা প্রতিরোধের প্রতিষেধক খুঁজতে মরিয়া গবেষকরা। এই পরিস্থিতিতে পুনের (Pune) এক সংস্থা বানিয়ে ফেলল করোনা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় টেস্ট কিট, যার সাহায্যে আড়াই ঘন্টার মধ্যেই পরীক্ষার ফল জানা সম্ভব হবে।

thermal screening kolkata corona salil bera

 

 

করোনা পরিস্থিতি মোকাবিলা করতে আরও একধাপ এগিয়ে গেল ভারত। আবিষ্কার হল করনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় টেস্ট কিট। পুনের এক সংস্থা এই টেস্ট কিট বানিয়ে তাক লাগিয়ে দিল। মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তাঁরা বানিয়ে ফেলল এই কিট। করোনা আক্রান্ত কিনা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় টেস্ট কিট আনা হত জার্মানি থেকে। কিন্তু বর্তমানে বৈদেশিক বিমান চলাচল বন্ধ থাকায় সমস্যার সৃষ্টি হয়। কিন্তু এই আবিস্কৃত কিট দিয়ে অনেক অল্প সময়ের মধ্যেই করনা পরীক্ষা করা সম্ভব হবে। আগে লাগত ৭ ঘন্টা, কিন্তু এখন লাগবে মাত্র আড়াই ঘন্টা।

বর্তমানে পুনের সংস্থা মাইল্যাব ডিসকভারি সলিউশনস প্রাইভেট লিমিটেডের তৈরি টেস্ট কিট দিয়ে এখন পরীক্ষা করা হবে করোনা ভাইরাসের। আগে এই আগে মলিকিউলার ডায়াগনস্টিক টেস্ট কিট তৈরি করে। এবং বিগত ছয় সপ্তাহের মধ্যে তারা করোনা ভাইরাস পরীক্ষার উপযুক্ত টেস্ট কিট তৈরি করে ফেলেছে। টেস্ট কিটের নাম দেওয়া হয়েছে মাইল্যাব প্যাথোডিটেক্ট কোভিড-নাইন্টিন কোয়ালিটেটিভ পিসিআর কিট।

test

ইন্ডিয়ান এফডিএ, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে এই কিট বাণিজ্যিক উত্‍পাদনের জন্য সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। এই কিট তৈরির ক্লিয়ারেন্সও পাওয়া গিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে। এই কিট তৈরির সংস্থার ডিরেক্টর হাসমুখ রাওয়াল জানিয়েছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সিডিসি-র সমস্ত গাইডলাইন মেনেই তৈরি করা হয়েছে এই টেস্ট কিট। এই কিটে আগের থেকে পরীক্ষার খরচও অনেক কম পড়বে। এবং দ্রুততার সঙ্গে চিকিৎসা পদ্ধতিও শুরু করা যাবে।


Smita Hari

সম্পর্কিত খবর