করোনা ভাইরাস ট্র্যাকার অ্যাপ বানাল সরকার, সহজেই চিহ্নিত করা যাবে আক্রান্ত ব্যাক্তিকে

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। লকডাউনের অবস্থা জারী করার পরও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় প্রবল সংকটের মুখোমুখী রয়েছে ভারত সরকার। ভারতে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২১০০ এবং মৃতের সংখ্যা ৫৭। এই অবস্থায় ভারত সরকার এক ধরনের অ্যাপ (App) চালু করলেন, যার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।

modi 1 5

স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ এবং ডেটা অন করলে এই অ্যাপ কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে।

তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালনা করা হবে। কোন ব্যক্তির তথ্যই তৃতীয় কোন ব্যক্তিকে দেওয়া হবে না। জনস্বার্থের কথা ভেবেই এই প্রক্রিয়াটি বানানো হয়েছে।

1800x1200 coronavirus 1 1

আবারা যদি কোন ব্যক্তি করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হন তাহলে, তাঁর সেই ডেটা তৎক্ষণাৎ সরকারের কাছে পৌঁছে দেবে এই অ্যাপ। আবার এই অ্যাপটিতে একটি চ্যাট বোর্ড আছে, যা থেকে আপনি করোনা ভাইরাসের বিষয়ে বিভিন্ন বিষয় জানতে পারবেন। যেমন- আপনার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ আছে কিনা, আক্রান্ত হবার পর প্রাথমিকভাবে কি করবেন ইত্যাদি। আবার এই অ্যাপে প্রতিটি রাজ্যের হেল্পলাইন নম্বরগুলোও দেওয়া থাকছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর