করোনা ভাইরাসঃ লকডাউন নিয়ে বিভিন্ন দেশকে সতর্ক করল WHO

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে বিশ্বে করোনা ভাইরাস (COVID-19) আক্রান্তের সংখ্যা। সমগ্র বিশ্ব একত্রিত হয়ে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে। সমগ্র বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লক্ষ এবং মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ১০ হাজার। এই সময় লকডাউনই একমাত্র উপায় যার দ্বারা এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু এরই মধ্যে আবার বিশ্বের কিছু দেশ লকডাউন অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। লকডাউন তুলে নিলে এই ভাইরাস আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাস আরও ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়বে চারিদিকে।

এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) –এর প্রধান ট্রেডস এই সকল দেশগুলোকে সরাসরি এক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘হটকারিতা করে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আমি জানি কিছু দেশে এই সময় লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু বলব এই লকডাউন অবস্থা যদি দ্রুতই তুলে নেওয়া হয়, তাহলে তা ভয়ঙ্কর আকার ধারণ করবে। এই ভাইরাসকে যদি গুরুত্ব দিয়ে না দেখা হয়, তাহলে ভবিষ্যতে এর ফল ভালো হবে না’।

এই করোনা ভাইরাসের প্রকোপে পড়ে যখন বিশ্বে ১ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, তখন WHO –এর প্রধান এই বক্তব্য রাখলেন। এবং এই ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সম্প্রতি চীন এই ভাইরাসের আঁতুড়ঘর উহানকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিল, লকডাউন তুলে দিয়ে। এরপর থেকেই কিন্তু চীনে আবার নতুন করে এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।

বর্তমানে লকডাউন  নিয়ে বিভিন্ন দেশ চিন্তিত। এতে সাধারণ নাগরিকদের সুরক্ষার বিষয়টা জোরদার হচ্ছে ঠিকই, কিন্তু এতে করে দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ছে। সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এবং তাই WHO-এর প্রধান সেইসব দেশগুলোকে সতর্কবার্তা দিয়েছেন।

সম্পর্কিত খবর

X