করোনা আক্রান্ত হলেন মালদার বিজেপি বিধায়ক স্বাধীন সরকার, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে

বাংলাহান্ট ডেস্কঃ লকেট চ্যাটার্জীর (Locket Chatterjee) পর এবার করোনা আক্রান্ত হলেন বিজেপির (Bharatiya Janata Party) আরও এক বিধায়ক। রাজ্যে সবরকম সতর্কতার মধ্যেও বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সঠিক প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে সর্বদা নিয়োজিতও রয়েছেন বিজ্ঞানমহল। সেইসঙ্গে চলছে বিভিন্ন রকম সতর্কতাও।

করোনা পজেটিভ বিধায়ক
মালদার বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকারের (Swadhin Kumar Sarkar) করোনা রিপোর্ট পজেটিভ আসার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা পরিবার রয়েছে হোম কোয়ারেন্টাইনে। বিগত কিছুদিন ধরেই জ্বর, সেইসঙ্গে গলা ব্যথায় ভুগছিলেন মালদার বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। চিকিৎসকের পরামর্শ করানো হয় করোনা টেস্ট। শরীরে করোনা উপসর্গ থাকায় শনিবার বিধায়কের লালারসের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দফতর। টেস্ট করার পর রবিবার সকালেই তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে।

bjp 2 3

মালদায় করোনা প্রভাব
রাজ্যে হু হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে ফের আক্রান্ত হলেন এক বিজেপি বিধায়ক। ক্রমশই রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মালদায়ও ক্রমগত বেড়েই আক্রান্তের সংখ্যা। বাড়তে থাকা সংক্রমণের মধ্যে মালদার বৈষ্ণবনগরের বিধায়ক করোনা পজেটিভ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

coronavirus 4972480 1280

রয়েছেন হোম কোয়ারেন্টাইনে
আক্রান্ত বিধায়ক এবং তাঁর পরিবারের সকলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ চলছে চিকিৎসার কাজও। কিছুদিন আগেই হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন মালদার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুরও। তবে বিধায়কের করোনা সংক্রমণের ঘটনার জেরে বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন, তাঁদেরও খোঁজ করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর