বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনার জের চলছে। এই ভাইরাসের জেরে মারা গিয়েছে অনেকে। পাশাপাশি আক্রান্তের সংখ্যাটাও কম নয়। ২৪ ঘণ্টায় বাংলাদেশে ( Bangladesh) নতুন করে ৬৫৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। একদিনে সে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯,৪৫৫ জনের শরীরে এই রোগের জীবাণু পাওয়া গিয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২ জন করোনায় মারা গিয়েছেন, মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭। গতকাল মারা যাওয়া ২ জনের মধ্যে একজন শিশু, অন্যজনের বয়স ৬০-এর ওপর। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের অ্যাডিশনার ডিরেক্টর জেনারেল নাসিমা সুলতানা (Nasima Sultana) গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত সে দেশে ৮১,৪৩৪টি করোনা পরীক্ষা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অথরিটি করোনা থেকে সম্পূর্ণ সেরে ওঠার নতুন মাপকাঠি ঠিক করেছে।
এই মাপকাঠি অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশে ১,০৬৩ জন করোনা থেকে সেরে উঠেছেন। পুরনো মাপকাঠিতে এই সংখ্যা ছিল অনেক কম, মাত্র ১৭৭।