বাংলাহান্ট ডেস্কঃ করোনার (COVID-19) জেরে পরিস্কার করা হচ্ছে নবান্ন (Nabanna)। নবান্নের প্রতিটি ঘর এবং লিফটকে করা হচ্ছে জীবাণুমুক্ত করণের কাজ। নবান্নের এক আমলার ছেলের দেহে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। তাই তাঁর জন্য বরাদ্দ নবান্নের ছয় তালার ৫১১ নম্বর ঘর বন্ধ করে দেওয়া হয়। এবং সর্বত্র জীবাণু মুক্ত করণের কাজ করা হচ্ছে।
সম্প্রতি রবিবার লন্ডন থেকে কলকাতায় (Kolkata) ফিরেছেন নবান্নের ওই আমলার ১৮ বছরের ছেলে। বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসায় তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়েনি। কিন্তু গত মঙ্গলবার রাতে তাঁর শরীরে জর, সর্দি, কাশি মিলিয়ে করোনার কিছু রোগ লক্ষণ প্রকাশ পায়। তারপরই তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এবং পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ আসে। প্রথম করোনায় আক্রান্ত হয় এই যুবক। এরপর এই পরিবারের লোকজন এবং তাঁদের গাড়ির চালককেও আইসলেশনে রাখার সিধান্ত নেওয়া হয়।
নবান্নের আমলার ছেলে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই নবান্নে শুরু হয় জীবাণু মুক্ত করণের কাজ। পরিস্কার করা হয় প্রতিটি ঘর এবং লিফটও। ৪টি দল আলাদা ভাবে কাজ করছে। প্রথমে ১৪ তলা থেকে প্রতিটি তলায় জীবাণুনাশক রাসায়নিক দিয়ে এবং তারপর ফিনাইল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এছাড়াও লিফটের ফ্লোর, বিভিন্ন দরজার হাতলও একইভাবে জীবাণু পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছে।
শোনা গিয়েছে, ওই যুবক সম্প্রতি ইংল্যাণ্ডে একটি জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। তাঁর বান্ধবী করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। সেদিন সেই পার্টিতেও সেই যুবতি উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে তাঁর থেকেই ওই যুবকের দেহে এই রোগের প্রবেশ ঘটেছে। কলকাতায় ফেরার পর ওই যুবকের দেহে করোনা পরীক্ষা করা হলেও, তা প্রথমে নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু দুদিন পরেই তাঁর শরীরে করোনার রোগ লক্ষণ প্রকাশ পায়। এখনও অবধি আক্রান্তের সংখ্যা ১৪৩ এবং মৃতের সংখ্যা ৩।