করোনাভাইরাস: বাংলায় করোনায় মৃত্যু বেড়ে ৩, হাওড়া হাসপাতালে চিকিৎসাধীনের মৃত্যু

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে আরও ৩ জনের শরীরে মিলল নোভেল করোনা ভাইরাসের (corona virus) জীবাণু। আক্রান্তদের মধ্যে ২ জন কলকাতার (kolkata), একজন মেদিনীপুরের (Midnapore) । এরফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে প্রাণ হারিয়েছেন ২ জন।

জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন রয়েছেন ৩২ বছরের দাসপুরের এক যুবক। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ( Medinipur Medical College) তাঁর নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় যুবকের দেহে সংক্রমণ মিলেছে। নিশ্চিত হওয়ার জন্য ওই নমুনা কলকাতায় পাঠানো হয়। সেখানেও নমুনা পরীক্ষায় যুবকের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মিলেছে।

হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু মাঝবয়েসী ব্যক্তির।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়।  তাঁর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল।  সেই রিপোর্ট পজিটিভ হয়।  তবে রিপোর্ট এসে পৌঁছোয় গতকাল রাতে। তার অনেক আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। মৃত ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।  হাওড়া জেলা হাসপাতালে যে সব চিকিত্‍সক ও নার্স ওই ব্যক্তির চিকিত্‍সায় যুক্ত ছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়েছে।  এই নিয়ে রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হল।  এর আগে দমদমের বাসিন্দা এক ব্যক্তি, কালিম্পঙের বাসিন্দা এক মহিলার মৃত্যু।

পাশাপাশি, টালিগঞ্জের এক ব্যক্তি ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শরীরেও নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। এসএসকেএমে ওই ব্যক্তির নমুনা পরীক্ষা হয়। সেখানেই রিপোর্ট পজেটিভ আসে। অন্যদিকে, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সল্টলেকে আমরি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শরীরেও সংক্রমণ মিলেছে।

X