করোনা থেকে বাঁচতে ৮০লক্ষ টাকা দিলেন সাংসদ সৌমিত্র খাঁ

বাংলাহান্ট –ভারতবর্ষের তথা পৃথিবীর কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় এসে দাঁড়িয়েছে নোবেল করোনা ভাইরাস। সারা পৃথিবীতে এই মুহূর্তে আক্রান্ত সংখ্যা ৩ লক্ষ এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৫হাজারের বেশি মানুষের। সেই ভাইরাস থেকে রেহাই পায়নি ভারতবর্ষ।

ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০ মতো। সেই পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদি রবিবারে কারফিউ পালন করেছিল সমগ্র ভারত জুঁড়ে এবং সেখানে মানুষের সারা দিনই আপ্লুত। সেই পরিপ্রেক্ষিতে এবার একাধিক রাজ্যকে কারফিউ পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং যারা কারফিউ পালন করবেন না তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।

sk70lk

বাংলায় করোনা আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ ৫৭ বছরের দমদমের এক ব্যক্তির মৃত্যু হয়। এই মুহূর্তে বাংলায় করোনা আক্রান্ত সংখ্যা ৭ জন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ তার সাংসদ তহবিল থেকে ৮০ লক্ষ টাকা দেন এবং যদি কোন মানুষের আরও কোন সাহায্য দরকার হয় তাহলে তিনি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

8cfb7cd9 4ff9 4a99 a0d9 41fc05582ae6

প্রাথমিকভাবে ৮০লক্ষ টাকা তিনি বিষ্ণুপুরের মানুষের জন্য দিয়েছেন এবং আগামী দিন যদি কোনো ভয়াবহ বিপদ ঘটে তাহলে তিনি তাদের সাহায্য করবেন। তিনি আরো বলেন মানুষের সেবা করবেন সব সময়, প্রত্যেক মানুষকে সচেতন বার্তা দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার সব সময় মানুষের পাশে আছে বলে জানিয়েছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর