বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (CoronaVirus) আশঙ্কার কারণে এবার আইপিএল (IPL) নিয়ে বড় সঙ্কট তৈরি হয়েছে। IPL এর আয়োজন নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রীরা বুধবার বৈঠক করেন। মহারাষ্ট্রের স্বাস্থ মন্ত্রী রাজেশ তোপে বুধবার বলেন, ক্যাবিনেটের বৈঠকে সব মন্ত্রী এই কথায় সহমত হয়েছেন যে, বর্তমানের পরিস্থিতি দেখে IPL এর খেলা হয় এগিয়ে নিয়ে আসা হোক, নাহলে পিছিয়ে দেওয়া হোক। এছাড়াও বিধানসভার অধিবেশনও এগিয়ে নিয়ে আসার কথা হচ্ছে, অথবা স্থগিত করে দেওয়া হতে পারে।
Delhi: High-level Group of Ministers today reviewed current status and actions for the prevention and management of #Coronavirus. pic.twitter.com/yytaA0b6f1
— ANI (@ANI) March 11, 2020
দিল্লীতে মন্ত্রীদের উচ্চ স্তরীয় বৈঠক হয়েছে, সেখানে করোনাভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতি আর সেটির সাথে মোকাবিলা করার জন্য উপায় খোঁজা হচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বুধবার বলেন, রাজ্যে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ টি মামলা সামনে এসেছে। দুটি মামলা মুম্বাইতে আর ৮ টি পুনেতে পাওয়া গেছে। স্কুল বন্ধ করার বিষয়ে উনি বলেন, দশম শ্রেণীর পরীক্ষা নির্ধারিত সময়েই হবে। আমরা দুইদিন অপেক্ষা করব আর দরকার পড়লে স্কুল কলেজ সব বন্ধ করে দেব।
Public Health Department of Maharashtra: 2 more patients admitted at a Mumbai Hospital have tested positive for #Coronavirus. There are 7 positive cases in the state now.
— ANI (@ANI) March 11, 2020
মহারাষ্ট্রের স্বাস্থ বিভাগ অনুযায়ী, মুম্বাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন।