বড় খবরঃ ৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউন, রাত ৯টায় জারি হবে দিশা-নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য পাঞ্জাব, মহারাষ্ট্রের পর তামিলনাড়ুর সরকারও আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিলো। দেশে লাগাতার করোনা সংক্রমণের মামলা বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তাজা পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় করোনার মোট ৪ হাজার ৯৮৭ টি নতুন মামলা সামনে এসেছে। আর ১২০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের সংখ্যার অনুপাতে এটা এখনো পর্যন্ত সর্বাধিক মামলা। চার দিন আগে ১৩ মে করোনার ৪ হাজার ২০০ টি মামলা সামনে এসেছিল।

রবিবার সকাল ৯ঃ১৫ এর স্বাস্থ্য মন্ত্রালয়ের বুলেটিন অনুযায়ী, দেশে এখনো পর্যন্ত ৯০ হাজার ৯২৭ টি মামলা সামনে এসেছে। মত আক্রান্তদের সংখ্যার মধ্যে ৫৩ হাজার ৯৪৬। এখনো পর্যন্ত দেশে ২ হাজার ৮২৭ জনের মৃত্যু হয়েছে। স্বস্তির খরব হল, এখনো পর্যন্ত দেশের ৩৪ হাজার ১০৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) ভারত সরকারের মন্ত্রালয়/বিভাগ, রাজ্য সরকার আর রাজ্য কর্তৃপক্ষকে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর জন্য দিশা নির্দেশ জারি করেছে। ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি রাত ৯টায় সমস্ত রাজ্যের সাথে কথা বলে লকডাউন ৪.০ এর দিশা নির্দেশ জারি করবেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর