বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরে পা দেওয়ার আগে থেকেই বিশ্ব তথা দেশ জুড়ে করোনার নতুন রূপ মাথাচাড়া দিয়ে উঠেছে। ওমিক্রন নামের এই নতুন করোনাভাইরাসের কারণে চারিদিকে ফের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। একগুচ্ছ বিধিনিষেধ, লকডাউন কাটিয়ে দেশ যখন করোনার আতঙ্ক ভুলে যেতে চেয়েছিল, তখনই ফের সবার চিন্তা বাড়াতে হাজির হয়ে যায় ওমিক্রন।
গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ফের বেড়ে চলেছে করোনার আতঙ্ক। ৩ জানুয়ারি থেকে রাজ্যে করোনার কারণে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। তা স্বত্বেও সংক্রমণের হার বেড়েই চলেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮০২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এবং সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ১১২ জন।
অন্যদিকে, মহানগর কলকাতায় সংক্রমণের হার অন্যান্য জেলাগুলোর তুলনায় অনেক বেশি। শুধুমাত্র কলকাতাতেই ৭ হাজার ৩৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ জনের। তবে, এখনও পর্যন্ত আসা পরিসংখ্যান অনুযায়ী, গত দুবারের থেকে এবারের করোনা ঢেউ অনেকটাই কমজোরি। আগামী দিনে কতটা শক্তি বাড়াবে এই মারণ ভাইরাস তা বলা যাচ্ছে না।
তবে রাজ্য, কেন্দ্র উভয়ের পক্ষ থেকেই মানুষকে সচেতন হয়ে থাকার আবেদন জানানো হয়েছে। মাস্ক পরা, সময়ে সময়ে স্যানিটাইজ করা এবং দূরত্ব বজায় রাখা করোনা থেকে বাঁচার সবথেকে ভালো উপায়। নিজেকে রক্ষা করার জন্য আপনাদের এই জিনিসগুলো পালন করতেই হবে।