Covid-19: কেন্দ্র সরকারের তরফ থেকে ৩০ হাজার ভেন্টিলেটর কেনার নির্দেশ জারি

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয় শুক্রবার জানায় যে, করোনা ভাইরাসের (Coronavirus) কারণে দেশে এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে আর ৭২৪ জন আক্রান্ত হয়েছে। আরেকদিকে গত ২৪ ঘণ্টায় ৭৫ টি নতুন মামলা সামনে এসেছে, আর তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

w1240 p16x9 2020 03 13T195557Z 317502391 RC27JF9BTIO1 RTRMADP 3 HEALTH CORONAVIRUS GERMANY VACCINE

কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব লব আগরবাল বলেন, আমরা ১০ হাজার ভেন্টিলেটর বানানোর জন্য একটি পিএসইউকে আদেশ দেওয়া হয়েছে। এর সাথে সাথে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড কেও এক থেকে দুই মাসের ভিতরে ৩০ হাজার অতিরিক্ত ভেন্টিলেটর কেনার কথা বলা হয়েছে। উনি বলেন, আমাদের অনুরোধে প্রায় ১.৪ লক্ষ কোম্পানি নিজেদের কর্মচারীদের ঘরে বসে কাজ করার আদেশ দিয়ে দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সংযুক্ত সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব জানাচ্ছেন যে, রাজ্য আর কেন্দ্র শাসিত প্রদেশে প্রবাসী মজদুরদের জন্য ভোজন, জল আর স্বচ্ছতা ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। হোটেল আর ভাড়ার বাড়িতে করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য সচেতন থাকতে হবে।

0d98636e37f37e1a5d7690c0a31b4ba1

ভারতীয় চিকিৎসা অনুসন্ধান পরিষদের কে আর গঙ্গা জানান, বিশ্ব স্বাস্থ সংগঠন (WHO) দ্বারা শুরু করা একটা পরীক্ষণে আমরা শীঘ্রই অংশ নিতে চলেছি। এর আগে আমরা এটা করিনি, কারণ আমাদের সংখ্যা অনেক কম ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর