১২৩ বছরের আইনে পরিবর্তন আনল মোদী সরকার, স্বাস্থকর্মীদের হামলা করলেই তিন লক্ষ টাকা জরিমানা

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনার ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ আর পরিবার কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় ১৩৮৩ টি নতুন মামলা সামনে এসেছে আর ৫০ জনের মৃত্যু হয়েছে। এরপর দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৯৮৪ হয়েছে। মোট সক্রিয় মামলা হল ১৫ হাজার ৪৭৪। ৩ হাজার ৮৭০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং ৬৪০ জনের মৃত্যু হয়েছে। আজ রাজস্থান থেকে ৬৪, মধ্যপ্রদেশ থেকে ৫৬, গুজরাট থেকে ৯৪ এবং কর্ণাটক থেকে সাতটি নতুন মামলা সামনে এসেছে।

আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) বলেন, স্বাস্থকর্মীদের উপর হামলা বরদাস্ত করা হবেনা। এর জন্য রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নতুন আইন লাগু করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, মহামারী আইনে বদল করে অর্ডিন্যান্স লাগু করার নির্ণয় নেওয়া হবে। এই আইন জামিন অযোগ্য হবে। ৩০ দিনে পদক্ষেপ নেওয়া হবে আর এক বছরে রায় আসবে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, স্বাস্থকর্মীদের বিরুদ্ধে হিংসায় বড় সাজা আর বড় পরিমাণে জরিমানা করা হবে। অভিযুক্তদের তিন মাস থেকে ৫ বছরের সাজা আর ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার নিদান থাকবে নতুন আইনে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, স্বাস্থকর্মীদের ক্ষতির দ্বিগুণ ক্ষতিপূরণ হামলাকারীর থেকে উসুল করা হবে।

এছাড়াও বড় হামলা হলে ৬ মাস থেকে ৭ বছরের সাজা হবে আর ১ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ডাক্তার আর স্বাস্থকর্মীদের উপর হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। উনি বলেন, স্বাস্থকর্মীদের ৫০ লক্ষ টাকার বীমাও দেওয়া হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর