বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকার গ্লোবাল ডেটা ইন্টেলিজেন্স (Global Data Intelligence) কোম্পানি Morning Consult Political Intelligence একটি রেটিং জারি করেছে। এই রেটিং করোনা মহামারীর বিরুদ্ধে গোটা বিশ্বের নেতাদের কাজ করার ক্ষমতা আর ওনার উপর মানুষের ভরসার কথা মাথায় রেখে করা হয়েছে।
এই রেটিংয়ে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অ্যাপ্রুভাল রেটিং বিশ্বের সমস্ত নেতাদের থেকে উপরে রাখা হয়েছে। রেটিংয়ে নরেন্দ্র মোদী ৬৮ অ্যাপ্রুভাল পয়েন্টের সাথে প্রথম স্থানে আছে। আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইনাস তিন অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন।
এই রেটিং এর জন্য ১লা জানুয়ারি ২০২০ থেকে ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বিশ্বের সমস্ত নেতাদের সম্বন্ধ্যে প্রশ্ন করা হয়েছিল। আর প্রতিদিন প্রায় ৪৪৭ টি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ১লা জানুয়ারি ২০২০তে নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৬২ ছিল। আর ১৪ এপ্রিল আসতে আসতে এই রেটিং ৬৮ হয়ে যায়।
১লা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের রেটিং মাইনাস ১০ ছিল। ১৪ এপ্রিল সেটি মাইনাস তিনে পৌঁছেছে। এই কোম্পানির রেটিং হিসেবে দেখতে গেলে করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতা হিসেবে উঠে এসেছেন।
করোনার বিরুদ্ধে ভারতের মানুষকে যেমন সুরক্ষিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনই বিশ্বের ৫৫ টি দেশে ওষুধ আর খাদ্য দ্রব্য পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।