পিএম মোদীর ডাকে সাড়া দিলেন বিশ্ব নেতারা! পাকিস্তানও জানাল প্রতিক্রিয়া

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বিশ্বকে নিজের প্রকোপে নেওয়া করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) একটি বড় অভিযান শুরু করেছেন। ওনার এই অভিযানের কারণে দক্ষিণ এশিয়ার দেশের নেতারা সহমতি দিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা ধুরু করেছেন। আর এরই মধ্যে পাকিস্তানও নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন সার্ক এর সাথে যুক্ত সমস্ত দেশের রাষ্ট্রনেতাদের প্রধানমন্ত্রী মোদী সমস্ত ভিডিও কনফারেন্সিং এর সাথে যুক্ত হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে সমস্ত সার্ক দেশ গুলোকে একজোট হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য আবেদন করেছেন। এরপর প্রতিটি দেশের নেতাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে সমর্থন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদনের পর ভূটান, শ্রীলঙ্কা আর মালদ্বীপের রাষ্ট্রপ্রধানের তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে। এর সাথে সাথে পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্রও এই নিয়ে প্রতিক্রিয়া দেন। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র নরেন্দ্র মোদীর এই অভিযানে প্রতিক্রিয়া দিয়ে বলেন, আমরা পাকিস্তানের স্বাস্থ মন্ত্রীকে সার্ক দেশের নেতাদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলার জন্য বলেছি। আমাদের এই বিষয়ে বৈশ্বিক সহযোগিতার দরকার।

মালদ্বীপ, ভূটান শ্রীলঙ্কার দেশের প্রধানরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এবং তাঁরাও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই বিষয়ে চর্চা করার জন্য প্রস্তুত হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর