এবার টাকার মাধ্যমেও ছড়াতে পারে করোনা, রোগ আটকাতে নয়া উদ্যোগ কেন্দ্রের

করোনা ভাইরাসের (Corona virus) প্রকোপ ছড়িয়ে পড়েছে সর্বত্র চীনে (Chaina)। দিনে দিনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কর্মিরা।চীনের  করোনাভাইরাস আতঙ্ক এতোটাই ছড়িয়ে গিয়েছে যে তার প্রভাব দেশের জনগনের ওপর পড়তে শুরু করেছে।

আর সেই প্রাভাব সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে।আর এবার করোনা আতঙ্ক ছড়িয়েছে ইরানে ।চীনের পর করোনার ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইরানের। ইরানে ভাইরাসের সংক্রমণের অবস্থা এতটাই খারাপ যে এই রোগটি অনেক সরকারী কর্মকর্তাকে আটক করেছে।ACCO

   

এমনকি ইরানের ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের চিফও করোনার ভাইরাসে আক্রান্ত। আর এখন ভারতেও অনেকে করোনাতে আক্রান্ত। আর এবার নাকি  টাকার মাধ্যমেও ছড়াতে পারে করোনা । লেনদেনের মাধ্যমে থাবা বসাতে পারে মারণ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়ার পরামর্শ দিইয়েছে। কারন অনেকেই টাকা ব্যবহার করেন ভারতে । আর তার মাধ্যমে এই প্রভাব ছড়াতে পারে।

মারণ ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার জন্য নানান পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টাকা ব্যবহার করার ফলে দ্রুত হাত থেকে হাতে ভাইরাস ছড়াতে পারে। তাই ডিজিটাল লেনদেনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরেই ব্যাংক অফ ইংল্যান্ড পরামর্শ অনুযায়ী, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে জোর দেওয়ার আরজি জানানো হয়েছে। আশা করা হছহে এই নিয়ে প্রশাসন এবার একটু বেশি সতর্ক হবেন। আর সতর্ক হোয়ার মাধ্যমে এই আতঙ্ক কিছুটা হলেও কমানো যাবে।

সম্পর্কিত খবর