বাংলাহান্ট ডেস্কঃ করোনার (corona) আতঙ্কে যেন সারা বিশ্বকে গ্রাস করেছে। ভারতেও(india) থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। এখন অবধি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭ ৷ মৃত্যু হয়েছে ২ জনের ৷
এই ভাইরাসের আতঙ্কে জম্মু-কাশ্মীরে জারি হয়েছে ১৪৪ ধারা। তাছাড়াও, এ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা ৷ বন্ধ থাকছে যাদুঘর, বিড়লা তারামণ্ডল, বেলুড় মঠের মতো একাধিক প্রতিষ্ঠানও ৷
মারণ ভাইরাসে আতঙ্কের ছায়া পড়ল গোটা বিনোদল মহলেও। ১৯-৩১ মার্চ সমস্ত শুটিং বন্ধ হল দেশ জুড়ে ৷ টলিউডেও বন্ধ হতে পারে সমস্ত শ্যুটিং ৷ যা শ্যুটিং বাকি আছে তা ১৮ মার্চের মধ্যে শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে ৷ করোনা সংক্রমণ রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা আলোচনা করতে ইম্পা, ফেডারেশনের সমস্ত সদস্য ও কর্মকর্তারা মিটিংয়ের আয়োজন করেছেন ৷ আগামিকাল সেই বৈঠক ৷
ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, ‘‘বিকেল ৪টের সময় মিটিং হবে ৷ তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে পারব ৷’’ফেডারেশনের তরফে সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন, আমরা নির্দেশিকা সম্পর্কে অবহিত ৷ বিষয়টি স্পর্শকাতর ৷ আগামিকাল আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদিও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া এবং বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ফিরদৌসাল হাসান এই মুহূর্তে শ্যুটিং বন্ধ করার পক্ষপাতী তারা।