করোনাভাইরাস আতঙ্কে টলিউড! বন্ধ হয়ে গেল সমস্ত বাংলা সিনেমা ও সিরিয়ালের শুটিং

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (corona) আতঙ্কে যেন সারা বিশ্বকে গ্রাস করেছে। ভারতেও(india) থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। এখন অবধি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭ ৷ মৃত্যু হয়েছে ২ জনের ৷

এই ভাইরাসের আতঙ্কে জম্মু-কাশ্মীরে জারি হয়েছে ১৪৪ ধারা। তাছাড়াও,  এ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে  স্কুল-কলেজ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা ৷ বন্ধ থাকছে যাদুঘর, বিড়লা তারামণ্ডল, বেলুড় মঠের মতো একাধিক প্রতিষ্ঠানও ৷

মারণ ভাইরাসে আতঙ্কের ছায়া পড়ল গোটা বিনোদল মহলেও। ১৯-৩১ মার্চ সমস্ত শুটিং বন্ধ হল দেশ জুড়ে ৷ টলিউডেও বন্ধ হতে পারে সমস্ত শ্যুটিং ৷ যা শ্যুটিং বাকি আছে তা ১৮ মার্চের মধ্যে শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে ৷ করোনা সংক্রমণ রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা আলোচনা করতে ইম্পা, ফেডারেশনের সমস্ত সদস্য ও কর্মকর্তারা মিটিংয়ের আয়োজন করেছেন ৷ আগামিকাল সেই বৈঠক ৷1360a50d480823c5fdfd01263c2fd586

ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, ‘‘বিকেল ৪টের সময় মিটিং হবে ৷ তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে পারব ৷’’ফেডারেশনের তরফে সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন, আমরা নির্দেশিকা সম্পর্কে অবহিত ৷ বিষয়টি স্পর্শকাতর ৷ আগামিকাল আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদিও ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া এবং বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ফিরদৌসাল হাসান এই মুহূর্তে শ্যুটিং বন্ধ করার পক্ষপাতী  তারা।


সম্পর্কিত খবর