এই মুহূর্তে করোনা ভাইরাস আগুনের মতো ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। করোনা আটকাতে বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। যে কোনো জমায়েত বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রত্যেক দেশের সরকার। এমন পরিস্থিতিতে বিভিন্ন টুর্নামেন্ট বাতিল হয়ে গিয়েছে। অলিম্পিকের মত টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। এমনকি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও এবার প্রায় বন্ধের মুখে। করোনা ভাইরাস ছড়িয়ে পরার কারনে বিভিন্ন ক্রীড়া সংস্থা তাদের বাকি টুর্নামেন্ট গুলি দর্শকশূন্য গ্যালারিতে করার ঘোষণা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। বাতিল করে দিতে হয় টুর্নামেন্ট গুলি।
ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রত্যেক দেশের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে কোন দেশে কোনো প্রকার জনসমাগম না হয় অর্থাৎ সমস্ত ধরনের ক্রিড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হু এর নির্দেশ উপেক্ষা করে দিব্যি ফুটবল প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে তাজাকিস্থান ফুটবল সংস্থা। তারা কোন অবস্থাতেই নিজেদের দেশের ফুটবল লিগ বন্ধ রাখতে রাজি নয়। আর সেই টুর্নামেন্ট গুলির প্রত্যেক ম্যাচে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমাচ্ছেন, তারা জনসমাগম ঘটাছে। এমন পরিস্থিতিতে ফের উদ্বেগ বাড়ছে কারন করোনা ভাইরাস জনসমাগম থেকে বেশি করে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে।
এছাড়াও নিরাকারগুহা, বেলারুশ এবং বুরুন্ডির মতো বিভিন্ন দেশেও এখনো পর্যন্ত রমরমিয়ে চলছে ফুটবল প্রতিযোগিতা। সেই সকল দেশের সরকার সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেও ফুটবল সংস্থা গুলি ফুটবল টুর্নামেন্ট বন্ধ রাখতে রাজি নয়।